চুল ও ত্বকের যত্নে ক্যাস্টর অয়েলের অনন্য ব্যবহার
লাইফস্টাইল ডেস্ক >>
এপিএস কসমেটোফুড এর ডিরেক্টর হিমাংশু চাদা’র মতে, ক্যাস্টর অয়েল হলো চুল এবং ত্বকের উপকারে ব্যবহৃত বহু বছরের পুরনো একটি দারুণ উপাদান। এটি চুল এবং ত্বকের যত্নের জন্য ব্যবহৃত এক অনন্য উপাদান! ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন-ই। প্রোটিন এবং ওমেগা- ৬ ও ৯ যা চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী এবং প্রয়োজনীয়! এটি শুধুমাত্র যে চুল পড়া রোধ করে তাই কিন্তু নয়, এটি চুলের অকাল পক্বতা রোধেও সাহায্য করে থাকে। ...