বহুমুখী প্রতিভার বিরল ব্যক্তিত্ব ‘মাহবুব-উল হক পেয়ারা’
সামী-উল-হক ।
ফেনীর বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সমাজ সেবক মরহুম মাহবুব-উল হক পেয়ারার সতেরতম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ফেনীর আপামর মানুষের কাছে ও দেশের ক্রীড়াঙ্গনে ‘পেয়ারা দাদা’ হিসেবেই সমধিক পরিচিত ছিলেন।
বহুমুখী প্রতিভাধর ক্ষনজন্মা সামাজিক এই ব্যক্তিত্ব জীবনের সিংহভাগ সময় ক্রীড়া সংগঠক হিসেবেই কাটিয়েছেন। ১৯৫৭ ইং ফেনী ক্রীড়া সংস্থা (এফ.এস.এ) যা বর্তমান ফেনী জেলা ক্রীড়া সংস্থা তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েঠিল, তিনি ছিলেন ফেনী ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ১৯৯২ ইং পর্যন্ত দীর্ঘ ...