ফুলগাজীতে ২শ’ বোতল ফেনসিডিলসহ আটক – ১
ফুলগাজী প্রতিনিধি >>
ফুলগাজীতে ২শ’ বোতল ফেনসিডিলসহ আবদুল্লাহ (৩৫) (হাতকাটা আবদুলকে) গ্রেফতার করেছেন ফুলগাজী থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের জামমুডা সড়কের থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তার নিকট থাকা দুই বস্তা ভর্তি ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ আনন্দপুরের জাম্মুড়া সড়ক এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় জাম্মুড়া সড়ক এলাকায় ব্যাটারি চালিত রিক্সা করে ফেনসিডিলের বস্তা নিয়ে আসার পথে ...