ফেনীতে সম্পূর্ণ ফ্রি ‘প্রফেশনাল আইটি কোর্স’
তথ্য প্রযুক্তি ডেস্ক:>>
সরকারের আইসটি ডিভিশনের তত্ত্বাবধানে এলআইসিটি প্রজেক্টর অধিনে ফেনীতে সম্পূর্ণ ফ্রিতে প্রফেশনাল আইটি কোর্স’ চালু করছে জিএস ইনস্টিটিউট অব আইটি। বিএসসি ইঞ্জিনিয়ারিং, অনার্স, মাস্টার্স, পাশ অথবা শেষ বর্ষের শিক্ষার্থীরা এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
প্রশিক্ষণে ওয়েভ ডেভেলপমেন্ট (পিএইচপি), জাভা, ডট নেট, এনড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং কোর্সগুলোতে প্রশিক্ষণ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ২৫ আগষ্টের মধ্যে ফেনী জেলার যে কোন শিক্ষার্থী https://goo.gl/XWvw5J গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
ট্রেনিং শেষে আন্তর্জাতিক ...