ফেনীতে ‘রবি’র সেরা ডাটা বিক্রেতাদের সম্মাননা
শহর প্রতিনিধি >>
ফেনীতে মোবাইল ফোন অপারেটর রবি’র সেরা ডাটা বিক্রেতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার ফেনী ট্রাংক রোডস্থ রবি’র পরিবেশক মাছুম এন্টার প্রাইজের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছেলেন কোম্পানীর চিফ কর্পোরেট এন্ড পিপলস্ অফিসার মতিউল ইসলাম নওশাদ।
রবি’র জেলা সেলস্ ম্যানেজার মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ, মুখপাত্র ইকরাম কবীর, ম্যানেজার কর্পোরেট ...