নতুন ফেনীতে সংবাদ প্রকাশের পর সহযোগিতা পেলেন ঝর্ণা রাণী
এম মাঈন উদ্দিন, মিরসরাই থেকে >>
অধম্য মেধাবী ঝর্ণা রাণী দাশের পড়াশোনার জন্য এগিয়ে এলেন মিরসরাই উপজেলা পোলট্রি এসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনীতে‘দারিদ্রতা ভেঙ্গে আলো জালালেন ঝর্না রানী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দেখে তিনি তাঁর পড়াশেনার জন্য সহায়তার আগ্রহ প্রকাশ করেন আলা উদ্দিন। রবিবার দুপুরে মঘাদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঝর্ণা রানী ও তার মা-বাবার হাতে দশ হাজার টাকা চেক তুলে দেন তিনি।