ঝটপট টক-ঝাল আনারসের চাটনি
লাইফস্টাইল ডেস্ক>>
যখন তখন ঝুপ করে নেমে পড়ে বৃষ্টি, আর তখনই আপনি আয়োজন করে রাঁধতে বসেন খিচুড়ি। খিচুড়ির পাতে থাকে একটা ডিমভাজি, আর এক চামচ আচার না হলে তো চলেই না! গতানুগতিক আম, বরই বা জলপাইয়ের আচার তো খাওয়া হলো, এবার চেখে দেখুন মৌসুমের ফল আনারসের টক-ঝাল চাটনি। দারুণ সহজ রেসিপিতে তৈরি হয়ে যাবে মাত্র ৩০ মিনিটে!
উপকরণ:
২ কাপ আনারস ছোট টুকরো করা
১ টেবিল চামচ সরিষার তেল
২টি শুকনো মরিচ ভেঙ্গে টুকরো করে ...