মিরসরাইয়ে ট্রাজেডির স্মৃতিচিহ্ন সাজিয়ে রেখেছেন স্বজনরা
এম মাইন উদ্দিন, মিরসরাই থেকে>>
ছয় বছর আগে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রান কেড়ে নেয় ৪৪ জন শিক্ষার্থীর। কাল ১১ জুলাই শোকাবহ মিরসরাই ট্র্যাজেডির ৬ষ্ঠ বর্ষপূর্তি। মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে আবুতোরাবে ফেরার পথে সৈদালীতে একটি ডোবায় পতিত হয় শিক্ষার্থীদের বহনকারী মিনি ট্রাক। একে একে মারা যায় ৪৪ জন স্কুল শিক্ষার্থী।
নিহত স্কুল শিক্ষার্থী তাকিউল্লাহ মাহমুদ সাকিবের মা পারভীন আক্তার বলেন, সাকিবের পড়ার টেবিল এখনো সেই আগের ...