মানবিক শিক্ষা আগে না ব্যবহারিক শিক্ষা আগে
ঈদ সংখ্যা- ২০১৭
এ ম এ ন ক রি ম ।
শিক্ষা একটি মানুষের মৌলিক অধিকার। এই শিক্ষার মাধ্যমে ভাল খারাপ নির্ণয় করার সুযোগ থাকে। মানুষ এবং অন্যান্য প্রাণীদের মাঝে পার্থক্য করা যায়। পৃথিবীর আদি থেকে শুরু হয়েছে শিক্ষা। শিক্ষা গ্রহনের দিক থেকে দু’প্রকারের। প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষা। শিক্ষার সংজ্ঞা নিয়ে দার্শনিকরা বিভিন্ন মত দিয়েছেন। সক্রেটিসের মতে,‘শিক্ষার হল মিথ্যার অপনোদন এবং সত্যের আবিষ্কার’। প্লেটোর মতে, ‘সুস্থ্য দেহে সুস্থ মনের বিকাশ সাধন ...