ফেনীতে র্যাব’র সাথে বন্দুকযুদ্ধে ‘রুটি সোহেল’ নিহত
নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে র্যাপিড় অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব’র) সাথে বন্দুকযুদ্ধে মো. সোহেল প্রকাশ রুটি সোহেল (৩৪) নামে জেলার এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার ভোরে ফেনী শহরের বিরিঞ্চি এলাকার সামসুল হক চেয়ারম্যান বাড়ী সংলগ্নস্থানে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব খবর পায় রুটি সোহেল ও তার অনুসারীরা অস্ত্রসহ ও এলাকায় অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত হয়ে এলাকায় অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সোহেল। র্যাবও পাল্টা গুলি ছুড়লে ...