ঈদকে ঘিরে টুপি, আতর ও জায়নামাজের জমজমাট বিকিকিনি
মিরসরাই প্রতিনিধি>>
ঈদের কেনাকাটা প্রায় শেষ। এখন বাকি টুকিটাকি প্রয়োজনীয় অনুষঙ্গ। শেষ মহুর্তের ‘ফাইনাল টাচ’ বলতে আতর, তসবি, টুপি, জায়নামাজ কেনাকাটা। এসব না হলে ঈদের পরিপূর্ণতা অনেকটা না হওয়ার মতো। নতুন জামা-কাপড় পরে সকালে নামাজ পড়তে যাওয়ার আগে সুগন্ধি আতর লাগিয়ে ঈদগাহে যাওয়া হয়। ঈদগাহে নামাজ পড়তে হাতে থাকে জায়নামাজ। মিরসরাইয়ের প্রায় সব বাজারের দোকানগুলোতে চলছে নানা ধরনের সুগন্ধি বিকিকিনি। উপজেলার ১৬টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভার প্রায় প্রতিটি বাজারে ব্যবসায়ীরা টুপি, ...