ফেনীতে ভুয়া র্যাব আটক ॥ র্যাব ও সেনাবাহিনীর পোষাক জব্দ
নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে আবুল কালাম বুলবুল (৩৭) নামে ভুয়া র্যাবের এক এসআইকে আটক করেছে র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে গুলি, র্যাব ও সেনাবাহিনীর পোষাক উদ্ধার করা হয়। শুক্রবার রাতে শহরের মাষ্টার পাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, শহেরর পশ্চিম উকিল পাড়াস্থ সুলতান ভিলার এক ভাড়াটিয়াকে র্যাব পরিচয়ে হুমকি-ধমকি দেয়ার অভিযোগে সেখানে অভিযান চালায় র্যাব। এসময় ভুয়া র্যাব পরিচয়দানকারী দাগনভূঞা উপজেলার রামনগর এলাকার মৃত আবুল হোসেনের ...