পরশুরাম সীমান্ত দিয়ে ৭মাস পর দেশে ফিরলো ১৪ বাংলাদেশী
পরশুরাম প্রতিনিধি >>
দীর্ঘ ৭ মাস পর ১৪ বাংলাদেশীকে ফেরত (পুসব্যাক) দিয়েছে বিএসএফ। শনিবার পরশুরামের বিলোনীয়া ইমেগ্রেশান চেক পোষ্ট দিয়ে তাদের তাদের বিজিবি’র হাতে তুলে দিয়েছেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালের ২২ অক্টোবর কাজের উদ্দেশে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ব্রাক্ষন বাড়িয়া জেলার সরাইল উপজেলার থানার কালা মিয়া (৩৪), মোঃ মোস্তাকিম মিয়া (১৯), মোঃ মিনাল হোসেন (৪০), আক্তার মিয়া (৬০), মোঃ রুক্কু মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২), কামরুল ইলাম (২৬), হাফেজ মিয়া ...