খাবারের জন্য শিশুর রিমান্ড!
ডা. ছরওয়ার আলম।
দু'বছরের শিশু ইফরাজ। তার মা তাদের একমাত্র শিশু সন্তানকে নিয়ে আমাদের নিকট আসলেন। তার মা দমফাটা কান্নার ভাব নিয়ে বললেন, আমার ছেলের ছোট থেকে অরুচি, কিছুই খেতে চায়না। আদর করে, গল্প বলে, কোলে তুলে, ইনিয়ে-বিনিয়ে, চলচাতুরী করে, জোর করে এমনকি হাত পা বেঁধে রিমান্ডে নিয়ে অনেক চেষ্টা করে তার বয়স এবং চাহিদা মোতাবেক খাবার খাওয়াতে পারিনা। বেশী জোর করলে বমি করে সব ফেলে দেয়। আমার আত্মীয়স্বজন ...