ফেনীতে নকল ইলেকট্রনিক্স পণ্য বিক্রি ॥ চার প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি >>
ফেনীর দোকানগুলোতে নকল ইলেক্ট্রনিক্স পণ্যে সয়লাব হয়ে গেছে। রবিবার ভ্রাম্যমান আদালতের বিচারক সোহেল রানা অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমান স্ট্যাবিলিজার ও টেলিভিশন ধ্বংস করেন।
আদালত সূত্র জানায়, পণ্যের গায়ে ওয়ালটন, স্যামসাং ও এলজির মোড়ক লাগিয়ে নকল ও মানহীন স্ট্যাবিলিজার ও টেলিভিশন বিক্রির রমরমা ব্যবসায় করছে ব্যবসায়ীরা। জিজ্ঞাসাবাদে দোকানীরা এসব পণ্য স্টিকার লাগানো নামী-দামী কোম্পানীর ...