ফেনীতে ফলে বিষাক্ত ফরমালিন নেই!
নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে বাজারজাত করণের উদ্দেশ্যে আনা ফলে কোন ধরণের ফরমালিন পাননি বিশেষজ্ঞরা। বুধবার দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে ফল সংগ্রহ করে ভ্রাম্যমান আদালতের বিচারক সোহেল রানা। পরে ওই সব ফল বিএসটিআই পরিদর্শক মো. সাফায়াত জামিল পরীক্ষা করে কোন ধরণের বিষাক্ত ফরমালিন পান নি। তহলে কোন ধরণের পদার্থ ব্যবহারের কারণে ফলগুলো দীর্ঘদিন ধরে তাজা থাকছে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে।