তালের রসে স্বপ্ন বুনেন তাঁরা
মো. কামরুল হাসান>>
বয়সের ভারে নুয়ে পড়লেও জীবন সংগ্রামে নুয়ে পড়েননি লেহাজ উদ্দিন শেখ। জীবনের শেষ সময়ে এসেও স্ত্রী সন্তানদের নিয়ে জীবন ধারণে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। সত্তোরর্ধ্ব লেহাজ উদ্দিন’র জীবন ধারণের অবলম্বন তালের রস। এ রস সংগ্রহ ও বিক্রি করে দিনাতিপাত করছে তাঁর পরিবার।
মঙ্গলবার সকালে ছাগলনাইয়া পৌর শহরের বাঁশপাড়ার বটতলা এলাকায় দেখা মিলে লেহাজ উদ্দিনের সাথে। সুবিশাল ...