ফেনীতে প্রথম আলো’র ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি>>
সাধু ও চলিত ভাষা একসাথে লেখা হয়না কেন ? ভাষা প্রতিযোগীতা না বলে ভাষা প্রতিযোগ কেন বলা হয় ? বাংলা ভাষায় আ আ কে আবিস্কার করেছেন । গামছার সন্ধি বিচ্ছেদ কি ? বাংলা বানান লেখার ক্ষেত্রে দীর্ঘইকার (ী) এর স্থলে ইশ্বই (ই) কেন হলো । এ ভাবে মঞ্চে উপবিষ্ট শিক্ষকেদেরকে কাছে বিভিন্ন প্রশ্ন করে উত্তর জানতে চায় শিক্ষার্থীরা। শুক্রবার ফেনী অঞ্চলের এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ উৎসবে এ ...