‘ভিক্ষার টাকায় জীবন চলেনা মেয়ের চিকিৎসা করবো কিভাবে’
নিজস্ব প্রতিনিধি>>
শারিরিক প্রতিবন্ধি জসিম উদ্দিনের বয়স চল্লিশ বছর। এর মধ্যে ৩০ বছর ধরে শহরের রাজাঝি দিঘীর উত্তর-পূর্ব কোনে ভিক্ষা করেন তিনি। রবিবার এ প্রতিবেদকের সাথে কথা হয় জসিম উদ্দিনের। সামান্য সহযোগিতার আশায় জীবনের নানা কষ্টের কথা নতুন ফেনী’কে জানান সহায়-সম্বলহীন জসিম উদ্দিন।
জসিম উদ্দিনের বাড়ী ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালদর গ্রামে। অস্বচ্ছল আবু আদম্মদের ঘরে শারিরিক প্রতিবন্ধি জসিম উদ্দিনের জন্ম হয়। বছর দশের লালন পালন করলেও পরে ...