ফেনীতে ভেজাল বন্ধে জেলা প্রশাসনের কঠোর কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ভেজাল বন্ধে কঠোর কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানা।
তিনি জানান, ফেনীতে খাদ্যের ভেজাল দ্রব্য মিশ্রণ লাঘামহীন ভাবে বেড়ে চলছে। শহরের তাকিয়া রোডে হলুদ, মরিচ ও মসলার সাথে ইটের গুড়া, কেমিক্যাল ডাই (ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী), ভুসি, কাউন ধান, কাঠের গুড়া মিশিয়ে বাজারজাত করছে অসাধু ব্যবসায়ীরা। গ্রামে-গঞ্জে এসব বিষ মিশ্রিত হলুদ, মরিচ ও মসলা বিক্রি ...