এলার্জী চিকিৎসায় হোমিওপ্যাথি
ডা. ছরওয়ার আলম।
জোৎস্না আক্তার লাভলী (২২)। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজীর ছাত্রী। ২০ ফেব্রুয়ারী ২০১৩ খ্রি. তারিখে আমাদের নিকট তার এলার্জী, চুল ঝরা ও খুশকীর চিকিৎসার জন্য আসলেন। রোগী হালকা পাতলা গঠনের।
লাভলী জানান, গত ১ বছর ধরে তার এলার্জী দেখা দিয়েছে। শরীরের বিভিন্ন স্থানে চাকা চাকা হয়ে ফোলে উঠে, আক্রান্ত স্থানে তাপ থাকে ও লাল হয়ে যায়, খুব চুলকায়, চুলকিয়ে অনেক সময় আক্রান্ত ...