ফেনীর চাড়ীপুরে ভুমি দখল নিতে অগ্নিকান্ডের নাটক !
নিজস্ব প্রতিনিধি>>
ফেনী শহরতলীর ছাড়ীপুরে জাহানারা কলোনী দখল নিতে অগ্নিকান্ডের নাটক সাজায় ভূমি দস্যুরা। শনিবার সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে তাঁরা জানায়।
জায়গার মালিক জাহানারার ছেলে মহিউদ্দিন খান জানায়, জায়গাটি রাস্তার পাশে হওয়ার তার সৎ ভাই আবদুল মান্নান একটি প্রভাবশালী চক্রকে সাথে নিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে জায়গাটি দখল নিতে দীর্ঘদিন ধরে পায়তারা চালিয়ে আসছিলো। এ অবস্থায় শুক্রবার রাতে ...