চট্টগ্রামের চাহিদা মেটাচ্ছে ফেনী নদীর বালু মহাল
নদী মাতৃক অপরুপ আমাদের এই বাংলাদেশ। আর এই সবুজ শ্যামল বাংলার রয়েছে অপার সম্ভাবনাময় অনেক প্রাকৃতিক সম্পদ। তেরশত নদীর দেশের মধ্যে কয়েকশ নদীর প্রাকৃতিক সম্পদের অন্যতম একটি হলো বালু। বালু উত্তোলনের ফলে একদিকে যেমন ওইসব নদী খনন করা হচ্ছে। অন্যদিকে স্থানীয়রা এবং সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব পাচ্ছে। দেশে শত শত নদী থাকলেও সব নদী থেকে বালু উত্তোলন করা হয় না। আবার অনেক নদী থেকে বালু উত্তোলন করায় ...