সোনাগাজীতে নিজদলীয়দের হাতে যুবলীগকর্মী খুন
নিজস্ব প্রতিনিধি>>
সোনাগাজীতে পূর্ব শত্রুতার জের ধরে নিজদলীয়দের হাতে মো. সোহেল (২৫) নামের এক যুবলীগকর্মীকে খুন করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপরে উপজেলার মমতাজ মিয়ার হাটে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই দিন দুপরে স্থানীয় মমতাজ মিয়ার হাটের একটি দোকান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী লেমুয়া ইউনিয়নের নোয়াজপুর গ্রামের সুজা মিয়ার ছেলে যুবলীগকর্মী রুবেলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী। এসময় তারা সোহেলকে উপর্যুপরি চুরিকাঘাত করলে ঘটনাস্থলে সে নিহত হয়। নিহত সোহেল ...