ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনে ৬ সমস্যা
মিরসরাই প্রতিনিধি>>
দেশের লাইফ লাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনে সমস্যা লেখেই রয়েছে। দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনা কমাতে এবং সময় সাশ্রয়ের লক্ষ্যে চার লেনে রূপান্তরিত করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। তবে সড়কের পাশে অবৈধ পার্কিং, মালপত্রের স্তুপ, মহাসড়কে সিএনজির অবৈধ চলাচল, বাস-ট্রাকসহ প্রায় সব গাড়ির উল্টোপথে যাত্রা এবং যত্রতত্র খানাখন্দ এই পাঁচ কারণে মিলছে না মেগা এই প্রকল্পের সুফল। কমছে না দুর্ঘটনাও। চার লেন প্রকল্প উদ্বোধন হওয়ার দুই মাস পর ...