ডালিম হাজারী দৈনিক স্টার লাইন অনলাইন’র সহকারী সম্পাদক
নতুন ফেনী ডেস্ক >>
দৈনিক স্টার লাইন পত্রিকার অনলাইন সহকারী সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সোলায়মান হাজারী ডালিম। রবিবার পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে পদোন্নতির তথ্য নিশ্চিত করা হয়।
এছাড়াও তিনি দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় সংবাদসংস্থা বাংলানিউজটোয়ন্টিফোর.কমের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে এর আগে সোলায়মান হাজারী ডালিম একই পত্রিকার অনলাইন কো-অর্ডিনেটর, সাপ্তাহিত ‘তাঁরা’র নির্বাহী সম্পাদক, ‘দৈনিক ভোরের ডাক ও আমাদের অর্থনীতিসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় কাজ করেছেন তিনি। ...













