ফেনীতে বিয়ের ১৯দিন পর লাশ হলো কলেজ ছাত্রী
বিয়ের মাত্র ১৯দিন পর লাশ হলো কলেজ ছাত্রী হাসনাত আরা রিম্পা (১৯)। মঙ্গলবার রাতে শহরের একাডেমী এলাকার আতিকুল আলম সড়কের খাদেমের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, চলতি মাসের ৫ অক্টোবর ছাগলাইয়া পৌরসভার বাঁশ পাড়া এলাকার আবুল বাশার হেড মাষ্টার বাড়ীর সৌদি প্রাবসী শাহ আলমের মেয়ে হাসনাত আরা রিম্পার সাথে পার্শ্ববর্তী নিজ কুঞ্জরা গ্রামের মো. নোমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ফেনী ...