লায়ন্স ও লিও ক্লাব’র রক্তের গ্রুপ পরীক্ষা
নতুন ফেনী ডেস্ক >>
ফেনীতে আর্ন্তজাতিক সেবা সংগঠন ফেনী লায়ন্স ক্লাব, ফেনী মুহুরী লায়ন্স ক্লাব, ফেনী অর্কিড লায়ন্স ক্লাব ও ফেনী লিও ক্লাবের রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার শহরের ভিক্টোরিয়া কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২ এর কনসার্ন রিজিয়ন চেয়ারর্পাসন লায়ন রুহুল আমিন ভূঁইয়া।
এসময় লায়ন জেলা ৩১৫ বি২ এর রিজিয়ন চেয়ারর্পাসন ও ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের পিপি লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া, লায়ন জেলা ৩১৫ ...