ভালো নেই উপকূলীয় গুচ্ছগ্রাম’র জেলেরা
মুসাপুর উপকূল থেকে ফিরেঃ ভালো নেই নোয়াখালী মুসাপুর উপকূলীয় অঞ্চল গুচ্ছগ্রাম'র জেলেরা। মা ইলিশ সংরক্ষণের জন্য ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন দেশব্যাপী ইলিশ ধরাড নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য অধিদফতর। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে দেশব্যাপী ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অমান্য করলে কারাদ-, অর্থদ- বা উভয় দ-ের বিধান রেখেছে মৎস্য অধিদফতর। ...