রিশারা কি মরতেই থাকবে ?
রিন্টু আনোয়ার
তাকাতে পারছি না রিশার ছবির দিকে। বুক ভেঙে যাচ্ছে। মেয়েটার কী স্বচ্ছ, পবিত্র মুখ! কেউ বাঁচাতে পারলো না রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে? কেউ থাকলো না তার পাশে। না দেশ, না মানুষ? কতোটা অসহায় আমাদের মেয়েরা। দুঃখজনকভাবে আমাদের মেয়েরাই বেশি ভুক্তভোগী। একটা ছেলেতো রাস্তার মাঝখানে দিন-দুপুরে খুন হয় না একটা মেয়ের হাতে। এটাই বাস্তবতা। বাবা-মাদের নিশ্চয়ই দায়িত্ব আছে জন্মের পর থেকেই ...