রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র সনদ রজনী উদ্যাপন
রোটার্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব’র ৩য় সনদ রজনী অনুষ্ঠান কেক কাটার মাধ্যমে শহরস্থ মিল্লাত সুপার মার্কেট কনফারেন্স হল এ উদ্যাপন করা হয়। উল্লেখ থাকে যে, ২০১৫ সালের ৭ অক্টোবর এই দিনে রোটারী ইন্টারন্যাশনাল থেকে ক্লাবটি চার্টার প্রাপ্তি লাভ করে।
রোটার্যাক্ট প্রেসিডেন্ট মৌতারিন আলম জেনীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব প্রাক্তন সভাপতি সাইদুল মিল্লাত মুক্তা, সদ্য প্রাক্তন সভাপতি হানিফ মজুমদার মিন্টু, সভাপতি মিয়া মোহাম্মদ করিমুল হক, ...