ফেনীর ছেলে মাহফুজ’র শর্ট ফিল্ম ‘শেষ স্পর্শ’
নিজস্ব প্রতিনিধি>>
বিশ্ব মা দিবসে অনলাইনে মুক্তি পেয়েছে ফেনীর ছেলে মাহফুজ আদনান’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেষ স্পর্শ’। পাক প্রোডাকশনের ব্যানারে তরুণ নির্মাতার এ ফিল্মটিতে অভিনয় করেছেন দিলারা জামান, সাখাওয়াত শিবলী, ফাল্গুনী সাইফ, শিশুশিল্পী মুনতাসিরসহ আরো অনেকে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কিছু অংশ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত প্রবীণ নিবাসে ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে পরিচালক মাহফুজ আদনান নতুন ফেনী’কে বলেন, এখানে ...