কী করবেন ভুলে গেলে
এই তো গতকালই ছিল জামান সাহেবের বিদ্যুৎ বিল জমা দেওয়ার শেষ দিন। ভুলে গিয়েছেন বলে জমা দিতে পারেননি। এখন বিলের সঙ্গে জরিমানা গুনতে হবে। কয়েকদিন আগে ছেলের স্কুলের বেতন জমা দেওয়ার কথা ছিল ফাহমিদা চৌধুরীর। ডায়েরিতে লিখেছেন, মুঠোফোনের নোটেও লিখে রেখেছেন, যেন ভুলে না যান। সকাল থেকেই ফাহমিদা চৌধুরী এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে ছেলের বেতনের কথা বেমালুম ভুলে যান তিনি। এমন ভুলে যাওয়ার ঘটনা অনেকের সঙ্গেই ঘটে। ভুলে যাই ...













