ভূমিকম্পে ফেনীতে হেলে পড়েছে ৪ তলা ভবন
নিজস্ব প্রতিনিধি>>
ভয়াবহ ভূমিকম্পে ফেনীতে ৪ তলা ভবন হেলে পড়েছে। বুধবার রাতে ফেনী পৌরসভার সুলতানপুর ৪ তলা বিশিষ্ট চৌধুরী ভবন পাশের একটি ৬ তলা ভবনের ওপর হেলে পড়ে। কোন ধরনের ক্ষয়-ক্ষতি না হলেও জলা প্রশাসন, পুলিশ সুপার ও গণপূর্ত বিভাগ ৪ তলা ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে।
স্থানীয়রা জানা, ওই দির রাত ৭টা ৫৭মিনিটে ৬নং ওয়ার্ডে সুলতানপুর এলাকার আমেরিকা প্রবাসী তোফায়েল আহম্মদের ৪ তলা বিশিষ্টি চৌধুরী ভবন ভূমিকম্পে হেলে পড়ে। এতে ভবনটিতে ...