রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেজেন্টেশান
শহর প্রতিনিধি>>
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেজেন্টেশান ও প্রথম ইন্সটলেশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী।
রো: এমরান ভূঞা নাদিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন রোটার্যাক্ট কমিটি চেয়ার রোটারিয়ান পিপি আজিজুল হক, স্পন্সরিং ক্লাব রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট রোটা: আবদুল আউয়াল সবুজ, রোটার্যাক্ট ড্রিস্ট্রিক্ট প্রধান ডি.আর.আর. রো: মোহাম্মদ ...