হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা
কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে তালের পাতায় মোড়ানো নিপুণ কারুকার্য খচিত বাবুই পাখির বাসা। সময়ের বিবর্তনে ও পরিবেশ বিপর্যয়ের কারণে আজ এ বাবুই পাখির বাসা অনেকটা স্মৃতির অন্তরালে বিলীন হতে চলেছে। অথচ আজ থেকে প্রায় ১৪ থেকে ১৫ বছর আগেও গ্রাম-গঞ্জের মাঠে ঘাটের তাল গাছে দেখা যেত এদের বাসা।
বাবুই পাখির বাসা শুধু শৈল্পিক নিদর্শনই ছিল না, মানুষের মনে চিন্তার খোরাক জাগ্রত করতো এবং মানুষকে স্বাবলম্বী হতে উৎসাহিত করতো। কবি রজনী কান্ত ...