‘রিক্সায়ই প্রাণ গেল তাঁর’
শহর প্রতিনিধি >>
জয়নাল আবেদীন। বয়সের বলিরেখা সহসাই জানান দিচ্ছে বয়স তাঁর আশির অধিক। খোঁজ নিয়ে মিললোও তাই। পচাঁশি বছরের বৃদ্ধ জয়নাল আবেদীন আজো রিক্সা নিয়ে পেটের ক্ষুদা মিটারে ঘর থেকে বের হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সে ক্ষুদা নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলে তাকে।
বৃহস্পতিবার সন্ধ্যা। শহরের এসএস সড়কের ডাক্তার পাড়া মোড়ে ঝটলা। ভীড় ঠেললে দেখা যায় এক বৃদ্ধার নিথর দেহ। স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে এখানে এসেছিলেন ...