রাইফ ইফতিখার’র প্রথম কাব্যগ্রন্থ ‘ফেরারি ভুলের ভিড়ে’
নিজস্ব প্রতিনিধি>>
এবারের বইমেলায় সাহস প্রকাশনী থেকে বের হয়েছে তরুণ কবি রাইফ ইফতিখারের প্রথম কাব্যগ্রন্থ ‘ফেরারি ভুলের ভিড়ে’। নাগরিক জীবনের প্রতিদিনের ব্যস্ততার মাঝে যে স্মৃতিবহ নস্টালজিয়া বা স্বপ্নের কথকতা আশ্চর্য দ্যোতনাকে উজ্জীবিত করেছেন এ বইয়ের কবিতায়। মেলার সাহস পাবলিকেশন্সের ৩৭৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। কাব্যগ্রন্থটিতে মোট ৪২টি কবিতা রয়েছে।
কবি রাইফ ইফতিখার বয়সে তরুণ, চেতনায় প্রাজ্ঞ, স্বপ্নে অভিজ্ঞ, কল্পনায় বাঙময়। তার কাব্যে জীবনের দোটানা রয়েছে, আছে স্বাপ্নিক নস্টালজিয়া, অন্তত ...