ফেনীতে পহেলা ফাল্গুনে পিঠা উৎসব
নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে ব্যপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বসন্ত উৎসব পালিত হয়েছে। শনিবার দিনভর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালিত হয়। ভোর থেকে লাল-হলুদ শাড়ী, মাথায় নানা রকমের ফুলের গহনা পড়ে পড়ে শহর ও আশপাশের বিনোদন স্পটগুলোতে তরুন-তরুনীদের ভিড় জমে। লোকে লোকারন্য হয়ে যায়, শহরের বিজয় সিংহ দিঘী, শিশু পার্ক, শহর তলীয় তৃপ্তি এগ্রো পার্ক, চৌধুরি বাগান বাড়ী ও নিহাল পল্লীতে।
এদিকে বসন্তকে বরণ করতে ফেনী সরকারী জিয়া মহিলা ...