ফেনী পরিস্কারে নামল অর্ধশতাধিক তরুণ
শহর প্রতিনিধি >>
দেশটাকে পরিস্কার করি দিবস’র অংশ হিসেবে ফেনী পরিস্কারে নামল অর্ধশতাধিক তরুণ। শনিবার বেলা ১১ শহরের ফেনী পৌরসভা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত ‘পরিবর্তন চাই’ সংগঠনের ব্যানারে শহর পরিস্কারে অংশ নেয় তারা।
ফেনী পৌরসভার কাউন্সলর লুৎফুর রহমান খোকন হাজারী ও ফেনী ক্রিকেট এসোসিয়েশন অব ফেনী’র সভাপতি ইমন উল হক’র নেতৃত্বে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। এসময় তারা পরিস্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে প্রচারপত্র বিলি করেন।
সম্পাদনা: আরএইচ/এসআইএস