পেয়ারা স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্ট: ফেনী ক্রিকেট ইনষ্টিটিউট ও রিয়েল টাইম একাডেমী জয়ী
ক্রীড়া ডেক্স>>
ফেনীতে মাহবুব উল হক পেয়ারা স্মৃতি একাডেমী ক্রিকেট টূর্ণামেন্ট সোমবারের খেলায় ফেনী ক্রিকেট ইনষ্টিটিউট ও রিয়েল টাইম ক্রিকেট একাডেমী জয় পেয়েছে। দিনের প্রথম খেলায় ফেনী ক্রিকেট ইনষ্টিটিউট ছাগলনাইয়ার রৌশনাবাদ ক্রিকেট একাডেমীকে ৭ উইকেটে ও পরের খেলায় রিয়েল টাইম একাডেমী লেমুয়ার স্কয়ার একাডেমীকে ৩৪ রানে পরাজিত করে।
প্রথম খেলায় ম্যান অব দি ম্যাচ সরওয়ার আলম রাফসানের হাতে আপন ইভেন্টস এর সৌজন্যে ক্রেস্ট তুলে দেন ফেনী পৌরসভার ২ নং ওয়ার্ডের ...