ফেনীতে ভোটারবিহীন ‘ভোট উৎসব’ চলছে
নতুন ফেনী টিম >>
ফেনীতে ভোটার বিহীন ভোট উৎসব চলছে। জেলার তিনটি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা থাকলেও ফেনী ও পরশুরাম পৌরসভায় একটি কাউন্সিলপদ ছাড়া মেয়রসহ সব কাউন্সিল বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। ফলে তিন পৌরসভার ৪টি কাউন্সিলর ও এক পৌরসভায় মেয়র পদে মোট ১১টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র মতে, ফেনী পৌরসভার ১৪ নং ওয়ার্ড, দাগনভূঞা পৌরসভার আলাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আতাতুর্ক মডেল হাইস্কুল, বেতুয়া সরকারী প্রাথমিক ...













