জহির রায়হানের নামে রাজধানীতে সড়ক নামকরণের দাবী
ঢাকা অফিস>>
শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের নামে রাজধানীতে একটি সড়কের নামকরণের দাবী করেছে ‘জহির রায়হান সড়ক বাস্তবায়ন পরিষদ’ নামে একটি সংগঠন। সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তারা এ দাবি জানান তারা।
সংগঠনের নেতাকর্মীরা জানান, স্বাধীনতা অর্জনে অপরিসীম ভূমিকায় জহির রায়হানের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই এ দাবি। বাংলাদেশে তার নামে কোনো স্থাপনাও নেই। মিরপুরের পূরবী বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকের কালশী সড়কটির নাম ‘জহির রায়হান সড়ক’ করার ...