ছাগলনাইয়ার চম্পক নগরে আসছে অতিথি পাখি
মোঃ কামরুল হাসান>>
ছাগলনাইয়ার চম্পক নগরে ঝাঁকে-ঝাঁকে আসছে অতিথি পাখি। শীতের শুরু থেকে শমসের গাজীর দিঘিসহ সিমান্তবর্তী এ এলাকার বেশ কয়েকটি ডোবায় তাদের দেখা যায়। কলকাকলিতে মুখর হয়ে উঠে গোটা এলাকা।
সরেজমিনে দেখা যায়, সবুজে ঢাকা প্রাকৃতিক সোন্দর্যের লীলাভূমি বাংলার বীর শমসের গাজীর স্মৃতি বিজড়িত চম্পক নগরে শীতের আগমনে সদূর সাইবেরিয়া থেকে নানা প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে। প্রতিদিন ঝাঁকে-ঝাঁকে আসছে বিভিন্ন প্রজাতির পাখি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ...