দম ফেলবার ফুসরত নেই ছাগলনাইয়ার তোষক কারিগরদের
মোঃ কামরুল হাসান>>
সন্ধ্যা নামার সাথে সাথেই শীতের তীব্রতা বাড়ে শহর ছাড়িয়ে গ্রামে। কাঁথা-লেপ ও কম্বলে কার্তিকের শেষে অগ্রাহায়নের আগমনে ছাগলনাইয়া উপজেলায় সর্বত্র চলছে শীত বরণের প্রস্তুতি। ধরী-গরীব যে যার মত উষ্ণতা খোঁজে শীতের রাতে। মধ্যবিত্তের জীবনে শীতে উষ্ণতা লাল রঙ্গের লেপের মধ্যেই সীমাবদ্ধ। তাই লেপ-তোষকের দোকানে এখন চলছে লেপ বানানোর ধুম।
জলবায়ু পরিবর্তনের কারনে কার্তিকের শিনশিন করা ভাব প্রকৃতিতে এখনও না এলেও অগ্রাহায়নের শুরুতে শীতের তীব্রতা দেখা দিয়েছে। শীতের ...