ফেনীতে দুই সাপ্তাহ মা-ছেলে নিখোঁজ
নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে অপহরণের দুই সাপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে সৌদি প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস নিপা ও শিশু পুত্র আইনুল ইসলাম নিশান। অনেক খোঁজখুজির পরও তাদের না পেয়ে নির্খোজের স্বামী বাদী হয়ে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করনে।
অভিযোগে জানা যায়, ২০ অক্টোবর সকালে ছেলে নিশানকে নিয়ে শহরের চাইল্ড হেভেন স্কুলে যায় ফাজিলপুর এলাকার সৌদি প্রবাসী মো: সাইফুল ইসলামের স্ত্রী নিপা। স্কুল শেষে একই এলাকার শান্তি নিবাসে আসার পথে ফরহাদ হোসেনসহ ...