দাগনভূঞা মাতুভূঞা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে মাতুভূঞা ইউপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে উক্ত ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করেন।
মাতুভূঞা ইউপি চেয়ারম্যান এছহাক জগলুর সভাপতিত্বে ও মাতুভূঞা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরা, উপজেলা স্বাস্থ কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার তানভীর আহম্মেদ, ইউপি আ'লীগ ...