ফেনীতে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় রবি ও সোমবার মানববন্দন
নতুন ফেনী ডেস্ক>>
ফেনী সদর উপজেলার মাথিয়ারায় হিন্দু পল্লীতে দুর্বৃত্ততের হামলার ঘটনায় পৃথক মানববন্দনের আয়োজন করেছে। রবি ও সোমবার বিকাল তিনটায় শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হবে সংশ্লিষ্টরা জানায়।
জানা যায়, বুধবার শহরতলীর মাথিয়ারায় জেলে পল্লীতে হামলার ঘটনা ঘটে। এসময় অস্ত:সত্তা নারীসহ অন্তত ১৫জন আহত হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার বিকাল তিননটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জন্মষ্টমি উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্দন কর্মসূচি পালিত হবে। পর দিন সেমবার ...