‘নতুন ফেনী’ ও ‘অজেয় বাংলা’ অফিস তচনছ
নিজস্ব প্রতিনিধি >>
অনলাইন নিউজপোর্টাল নতুন ফেনী, একাত্তর টেলিভিশন ও দৈনিক অজেয় বাংলা অফিস তচনছ করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে শহরের ট্রাংক রোডের সোনালী ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কে বা কাহারা নিউজ পোর্টাল নতুন ফেনী ও দৈনিক অজেয় বাংলা অফিসে তালা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় তারা ড্রয়ারের তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র তচনছ করে ২টি ক্যামরা নিয়ে যায়। রবিবার সকালে অফিসের তালা ভাঙ্গা ...