সোনাগাজীতে লিটন হত্যার ঘটনায় ভাবি-ভাতিজি’র স্বীকারোক্তি মূলক জবানবন্ধি
নিজস্ব প্রতিনিধি >>
সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুরে যুবলীগকর্মী আজিজুল করিম লিটন হত্যা মামলায় স্বীকারোক্তি মূলক জবানবন্ধি দেয়েছে আটক ভাবি সুরমা আক্তার ও তার মেয়ে হামিদা খাতুন। রবিবার বিকালে ফেনীর আমলী আদালত-৩ এর বিচারক স্বীকারোক্তি মূলক জবানবন্ধি রেকর্ড করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রমজান আলী নতুন ফেনী’কে জানান, আটককৃত মা-মেয়েকে আদালতে তোলা হলে হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকারোক্তি মূলক জবানবন্ধি দিয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে কোন কথা বলতে রাজী হননি তিনি।
এর ...