নতুন ফেনী-জিএস অাইটি শপ বিশ্বকাপ কুইজ বিজয়ীদের নাম ঘোষণা
রাশিয়া বিশ্বকাপ উপলক্ষে অনলাইন নিউজপোর্টাল নতুন ফেনী ও জিএসশপ আয়োজিত কুইজ বিজয়ীদের নাম ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কুইজে অংশগ্রহণকারীদের যাচাই-বাচাই শেষে লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন ইভেন্ট সমন্বয়ক নুর উল্যাহ কায়সার।
তিনি জানান, কুইজে অংশ নেয়া মুহাম্মদ মুইদুল ইসলাম পিতা আবদুল মতিন প্রথম স্থান অজর্ন করেছে। অন্যান্যদের মধ্যে যথাক্রমে সাজ্জাদ সিদ্দিকি মজুমদার পিতা ছিদ্দিক উল্যাহ মজুমদার, নুসরাত জাহান নিহা পিতা মোহম্মদ ...













